Khoborerchokh logo

গাজীপুরের বসুরা গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জমির আলী 124 0

Khoborerchokh logo

গাজীপুরের বসুরা গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জমির আলী

রেজানুর ইসলাম :
১৯৭১ সালের রণাঙ্গনে বীর সেনানী,বীর মুক্তিযোদ্ধা মো: জমির আলী বতর্মান গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের বসুরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা তরব আলীর পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।ছোট বেলায়  বাবাকে হারিয়ে তার পরিবার যখন দিশেহারা তখন বড় ভাই জলু মিয়া সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। মাতা রাবেয়া খাতুনের সাথে জলু মিয়া পরম স্নেহে ছোট ভাইদের লালন পালন করতে থাকেন।

তিনি ছোট ভাইদের সবসময় আগলে রাখার চেষ্টা করেছেন কখনো পিতার অভাব বুঝতে দেননি। এভাবেই শিশু থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবনে পদার্পন করেন জমির আলী। চোখে রঙিন স্বপ্ন থাকলেও পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা রেডিও এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরে নিজেকে সামলাতে পারেননি তিনি।
এদেশের হয়ে, এদেশের অসহায় মানুষের পাশে দাড়িয়ে কিছু করার জন্য তিনি  মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে ঐতিহাসিক ৭ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঘোষণা করলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তখন জমির আলী আর নিজেকে ধরে রাখতে পারেননি। পাক হানাদার বাহিনীর কবল থেকে এই দেশকে, এদেশের অসহায় মানুষকে রক্ষা করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জমির আলী  মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। গ্রুপ কমান্ডার নুরে আলম চৌধুরী (জমশের) ও সেকশন কমান্ডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ভারতের বাঘমারা থেকে গেরিলা ট্রেনিং নিয়ে তিনি সম্মুখযুদ্ধে  ঝাপিয়ে পরেন।


সর্বশেষ  গাজীপুরের ছয়দানায় সংগঠিত যুদ্ধে অংশগ্রহণ করেন এভাবেই লাখো শহীদের বুকের তাজা রক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের জন্য ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা,দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। 

গত ৩১ মার্চ২০২৪ইং তারিখে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জমির আলী আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন । জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং গাছা থানা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জমির আলীর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। মরহুমের জানাজায় বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন,সাজাহান মাস্টার, হেকিম মাদবর, রেজানুর ইসলাম ও তার একমাত্র ছেলে ফরিদ হোসেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com